জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই সদস্য বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা ও অ্যাডভোকেট মির্জা আল মাহমুদকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপন
ফোরাম থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠন বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবিএম রফিকুল হক তালুকদার (রাজা) ও মির্জা আল মাহমুদকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। সম্পর্ক দাবি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব পর্যায়ে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
এমএইচডি/ওএফ
বিজ্ঞাপন