এখনকার ইসলামী দলগুলো অনুষ্ঠান নির্ভর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী। তিনি বলেন, এই দেশের ইসলামী দলগুলো গত ৪০-৪৫ বছর ধরে রাজনীতি করলেও মানুষের কাছে পৌঁছাতে পারেনি। এই দলগুলো অনুসারী নির্ভর। তারা মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদ নির্ভর রাজনীতিতে বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুর-১ এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী প্রসঙ্গে সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেন, ‘এই দলটি স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই বিতর্কিত। তারা একটি খোলসে বন্দি, সেখান থেকে বেরুতে পারেনি। তবে তারা সাংগঠনিকভাবে সুসংগঠিত, এটা অস্বীকার করার সুযোগ নেই। কোনো দলই এটা অস্বীকার করতে পারবে না, এটা বাস্তব।’

জামায়াতে ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না উল্লেখ করে বিএসপির চেয়ারম্যান বলেন, তারা ইসলাম ধর্মকেও অনেক বির্তকিত করেছেন।

সুফীবাদী ধারার দলগুলো সম্পর্কে সাইফুদ্দিন বলেন, ‘সুফীবাদী ধারার দলগুলো সার্বিকভাবে মদিনার সনদের দর্শনের বিষয়টি তুলে ধরতে পারছে না। সম্প্রীতির দর্শনের যে কথা মদীনার সনদে বলা হয়েছে, তাও তারা সামনে আনতে পারেননি।’ দেশের আলেম-ওলামাদের রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করে সাইফুদ্দিন বলেন, তাদর মসজিদ-মক্তবে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। তাদেরও মানুষের কল্যাণে কাজ করতে সুযোগ দিতে হবে।

নিজের দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সাইফুদ্দিন জানান, সুপ্রিম পার্টি দেশের ২৫টি জেলায় দলীয় কার্যক্রম পরিচালনা করছে। আমরা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম, কিন্তু দেয়নি। আশা করি আগামীতে আমরা নিবন্ধন পাবো।

নির্বাচন কমিশনকে প্রতি বছরই রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া কার্যক্রম চালু রাখার আহ্বান জানান বিএসপির চেয়ারম্যান। এসময় ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল উপস্থিত ছিলেন।

এএইচআর/এনএফ