‘কারাবন্দি’ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করার তিন বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দেশনেত্রীকে কারাবন্দি রাখার প্রতিবাদে ওইদিন ঢাকা মহানগরসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।
২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। ২৫ মাস কারাবাস ভোগের পর গত বছরের ১৯ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শর্ত সাপেক্ষ তাকে মুক্তি দেয় সরকার। বর্তমানে তিনি গুলশান-২ নিজ বাসভবন ফিরোজাতে আছেন।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তি পর থেকে বিএনপি নেতারা দাবি করে আসছেন, সরকার তাকে গৃহবন্দি করে রেখেছেন। বিএনপির দাবি, খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে, এ সময়ে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। বিদেশেও যেতে পারবেন না। তাকে বাসা থেকেই চিকিৎসা নিতে হবে।
এএইচআর/এমএইচএস