বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভা/ ঢাকা পোস্ট

আগামী ৬ মার্চ আনন্দ দিবস পালন করবে জাতীয় পার্টি। দলটির অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে এই আনন্দ দিবস পালিত হবে। রবিবার (৭ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানরে প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, ৬ মার্চ জাতীয় সাংস্কৃতিক পার্টির আনন্দ দিবস। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন ‘লা লিভিরিয়া’ রিসোর্টে এই আনন্দ দিবস উদযাপিত হবে। এতে জাপার পরিবারের সদস্যরা অংশ নিবে।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদকে প্রধান সমন্বয়কারী এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে আনন্দ দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- স্থপতি আকমল হাকিম, খন্দকার দেলোয়ার জালালী, আবদুল হান্নান, মোতাহার সিদ্দিকী, ওমর ফারুক সুজন এবং রাজিব কান্তি গুহ।

আনন্দ দিবসে ‘লা লিভিরিয়া’ রিসোর্ট মঞ্চে দিনভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে উল্লেখ করে জালালী বলেন, এছাড়া খেলাধুলাসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন থাকছে এই আনন্দ দিবসে।

এর আগে শনিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন ২০ মার্চ পল্লীবন্ধু পদক দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। জাপার পক্ষ থেকে বলা হয়েছে- সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৮টি বিভাগে পল্লীবন্ধু পদক-২০২১ দেওয়া হবে।  

এএইচআর/এইচকে