কাতারে শোক দিবস পালন
কাতারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি এম সাইফুল আলম সভাপতিত্বে ও খাইরুল আলম সাগরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী বাবু, আনোয়ার হোসেন আকন, সফিকুল ইসলাম তালুকদার বাবু, নুরুল আলম, সফিকুল ইসলাম প্রধান, বোরহান উদ্দিন মোল্লা, নুর মোহাম্মদ, আতিকুল মাওলা মিঠু, বাবুল আহমেদ পাটোয়ারী, এম এ সালাম, তামিম রায়হান, আজিজুল হকসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
সভায় আরও উপস্থিত ছিলেন, মাহবুব আলম, পাভেল রহমান চৌধুরী, সুলেমান গনী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে মুনাজাত পরিচালনা করেন এস কে সফিক।
ওএফ