মালদ্বীপে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উদযাপন
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এ উপলক্ষে দূতাবাসের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দূতালয়ের প্রধান মো. সোহেল পারভেজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রেরিত বাণী পাঠ করে শোনান যথাক্রমে কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা। জাতির পিতার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথি হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, পাকিস্তানের কারাগারে দীর্ঘদিন কারাভোগের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তি লাভ করে ১৯৭২ সালের এদিন পাকিস্তান হতে লন্ডন এবং নতুন দিল্লী হয়ে ঢাকায় প্রত্যাবর্তন করেন। জাতির পিতার স্বদেশের মাটিতে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের পূর্ণতা লাভ করে এবং তখনই বাঙালি জাতি স্বাধীনতার বিজয়ের মূল আনন্দ উদযাপন করেন।
অনুষ্ঠানে হাই কমিশনার সবাইকে একযোগে কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করারও আহ্বান জানিয়েছেন।
এফকে