জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে মালদ্বীপের রাজধানী মালের তান্দুরি রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অতি অল্প সময়ে ঢাকা পোস্ট দেশের সব স্তরের মানুষের অধিকারের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। একই সঙ্গে যারা প্রবাসে সামাজিক কাজ করে তাদের কথা দেশসহ সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের কাছে ছড়িয়ে দিচ্ছে, যা প্রশংসার দাবিদার।

ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধি মো. এমরান হোসেন তালুকদারের সঞ্চালনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, এনবিএল মানি-ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র অফিসার হায়দার আলী সাবু, প্রবাসী ব্যবসায়ী ও ঢাকা ট্রেডার্সের সিও মো. বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ফোর এল ইন্টারন্যাশনালের সিও মো. হাদিউল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী ও হেয়ার সোপের জিএম শফিকুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী নূরে আলম রিন্টু, ভিউ কোম্পানি প্রা. লিমিটেডের জিএম মো. মনির হোসেন, প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলাম, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম।

এছাড়াও ব্যবসায়ী হাজী সাদেক, ফেনী জেলা উন্নয়ন পরিষদের উপদেষ্টা মো. শরিফুল ইসলাম, মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক মো. হাসান ইমাম, আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপের সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাহাদ হোসেন, ব্যবসায়ী দুলাল মাইজভান্ডারী, খায়রুল আমিন প্রধান, করিম রানা, মো. হানিফসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটির নেতা এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বর্ষ উদযাপন অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটের সিনিয়র-সহ সভাপতি ও জাগো নিউজের মালদ্বীপ প্রতিনিধি মো. মাহমুদুল হাসান কালাম, মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় কালের প্রতিনিধি শাহ্জালাল শিকদার, দ্যা টুডে টাইম নিউজের মালদ্বীপ প্রতিনিধি হাসান ইমাম।

আলোচনা পর্ব শেষে অতিথিরা কেক কেটে ঢাকা পোস্টের ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করেন। পরে দোয়া ও মোনাজাত শেষে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ওএফ