২০২৩ সালে দক্ষিণ কোরিয়াতে চেরি উৎসবের সময়সূচি
বসন্ত মানেই প্রকৃতির নতুন রংয়ের ছোঁয়া। গাছে গাছে নতুন পাতা, রঙ ও বেরঙের নতুন ফুল।
কোরিয়ার বসন্ত ঋতুতে কোনো কিছুর কমতি থাকে না। এ সময়ে কোরিয়াতে চেরি ফুলের আকর্ষণীয় রূপে ছেয়ে যায় চারপাশ। প্রকৃতির এমন সৌন্দর্যকে আরেকটু রঙিন করে রাঙ্গাতে কোরিয়াতে বিভিন্ন জায়গায় চেরি উৎসব পালিত হয়। তবে অবস্থানগত তারতম্যের কারণে এ উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়ে থাকে।
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়াতে কোন স্থানে কোন সময়ে সবচেয়ে বেশি সুন্দর দৃশ্য দেখা যাবে তা বিস্তারিত-
সিউল: মার্চ ২৮।
ইনছন: এপ্রিল ৩।
ছোংজু: মার্চ ২৭।
দেজন: মার্চ ২৭।
জনজু: মার্চ ২২।
গোয়াংজু: মার্চ ২২।
ছুনচন: এপ্রিল ৫।
গাংনুং: মার্চ ৩১।
দেগু: মার্চ ২৬।
গিয়ংজু: মার্চ ২৪।
বুসান: মার্চ ২৪।
জিনহে: মার্চ ২১।
হোয়াগে: মার্চ ২১।
জেজু দ্বীপ: মার্চ ২০।
বিজ্ঞাপন
উল্লেখ্য, উৎসব শুরু হওয়ার ৪ থেকে ৭ দিন পর চেরি ফুলের ভরা মৌসুম হয়ে থাকে।
এফকে