লন্ডনে মওদুদের স্মরণে ভার্চুয়াল শোকসভা
সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে শোকসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। গ্রেটার নোয়াখালী এডুকেশন ট্রাস্ট নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এ শোকসভা ও দোয়া অনুষ্ঠানটি।
গ্রেটার নোয়াখালী এডুকেশন ট্রাস্টের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুল আলম লিটনের সঞ্চালনায় ভার্চুয়াল শোকসভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবুল কালাম।
বিজ্ঞাপন
ভার্চুয়াল শোক সভাটিতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্ত হন অনেকেই। প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশ থেকেও যোগ দেন মেজর (অব.) আবদুল মান্নান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়াসহ দেশের শীর্ষস্থানীয় অনেক নেতা।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়, শেষে দোয়া অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল শোকসভায় অংশ নিয়ে অনেকেই শোকাহত কণ্ঠে মওদুদ আহমদের সাথে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেন। বাংলাদেশের জন্য মওদুদ আহমদের অবদান এবং তার চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- মোখলেছুর রহমান চৌধুরী, ড. হাফিজ মুনির উদ্দিন আহমেদ, সাংবাদিক ওলি উল্যাহ নোমান, প্রফেসর মনজুর শওকত, ব্যারিস্টার নাজির আহমদ, শাহ আলম কাজল, হুমায়ুন কবির জাহাঙ্গীর, সাংবাদিক আতাউল্ল্যাহ ফারুক, মোশাররফ হোসাইন কিরণ, প্রফেসর শাহ আলম, নজরুল খশরু, আবু জাফর, ব্যারিস্টার বেলায়েত হোসাইন, ব্যারিস্টার মোহাম্মদ গাফফার, ব্যারিস্টার মুজিবুল হক, ব্যারিস্টার ওমর ফারুক, ড. হাসনাত হোসাইন, ড. মোহাম্মদ রহমান, ইমতিয়াজ এনাম, জসিম আবুল হোসাইন, মুজাহিদুল ইসলাম, মজিবুল হক, মমিনুল হক, মনির হোসাইন, সাইফুল ইসলাম, জিয়া হাসান, এ এম মাহবুব উদ্দিন, আব্দুল কাদের সালেহ, আবুল কালাম আজাদ, আনিসুল ইসলাম, আনোয়ার হোসাইনসহ অনেকেই অংশগ্রহণ করেন।
বক্তারা বাংলাদেশের মেধাবী এই কৃতি সন্তানের সুদীর্ঘ রাজনৈতিক জীবন এবং আজীবন নিঃস্বার্থ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার কথা স্মরণ করেন। মওদুদ আহমদের দেশপ্রেম, নৈতিকতা এবং সর্বদা গণতন্ত্রের পক্ষে অবস্থান আলোচনায় উঠে আসে।
ব্যক্তিগতভাবে ব্যারিস্টার মওদুদ কোমল আচরণ এবং উদার মানসিকতার মানুষ ছিলেন।
১৬ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ মওদুদ আহমদ। তার বয়স হয়েছিল ৮১ বছর।
এনএফ