মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৩ জুন) সিক্টি সিক্স রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে মালদ্বীপ আওয়ামী লীগ। 

মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম কে আর কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর। 

বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, উপদেষ্টা হান্নান খান কবির, সিনিয়র সহ-সভাপতি হাজী সাদেক, সহ-সভাপতি ফাইজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন- সহ-সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টু, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক এনামুল হক জাকির, অর্থ সম্পাদক গাজী জাহিদ, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জামাল হোসেন, এ আর মামুন, স্বপন, আসিক প্রমুখ। 

অনুষ্ঠানের সভাপতি বলেন, স্বাধীনতা, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ ৭৪ বছরে পা রাখছে। দেশের সব অর্জনের পেছনে আওয়ামী লীগের অবদান রয়েছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। ঐতিহ্যবাহী এ দলের হাত ধরে স্বাধীন বাংলাদেশের অনেক অর্জন আর অগ্রগতির ইতিহাস রচিত হয়েছে।

এ অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, চিকিৎসক, সাধারণ প্রবাসী ও স্থানীয় প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএম