কানাডায় বর্ণিল আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা সম্পন্ন
উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা-২০২৩। তুষারে আবৃত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা দুই দিনব্যাপী আনন্দ উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলন মেলায়।
বাংলার সবুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যের হাসি তেমন দেখা না মিললেও বৈশাখের রং, ভালোবাসার রং, আড্ডার রং, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের জয়গানে। শিশু-কিশোর আর নারী-পুরুষের পদভারে কানায় কানায় পূর্ণ ছিল জেনেসিস সেন্টার।
বিজ্ঞাপন
নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। মেলায় ছিল রং-বেরংয়ের বাহারি শাড়ি এবং বাংলার ঐতিহ্যময় পিঠা-পুলিসহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের বিভিন্ন স্টল।
বিজ্ঞাপন
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী ও সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভসহ সংগঠনের অন্যান্য নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন কানাডার ফেডারেল সরকারের এমপি জসরাজ সিং হালান ও আলবার্টা সরকারের আইনমন্ত্রী মিকি এমেরি। অনুষ্ঠানের টাইটেল স্পনসর আহমেদ ওয়াকার রাজা।
প্রজন্ম থেকে প্রজন্মাতরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তারা বলেন, আমাদের এই আনন্দঘন মূহুর্তকে স্মরনীয় করতে বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশের কিংবদন্তী বিখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন, ফোক খ্যাত লাভলী দেব, সমসাময়িক কালের সাড়া জাগানো তরুণ প্রজন্মের বালাম, মুজা, ক্রোনেজ ব্যান্ড এবং ক্যালগেরির স্বনামধন্য কায়া ব্যান্ড সংগীতের দল।
প্রবাসের মাটিতে তারা তুলে ধরেন আশি এবং নব্বইয়ের দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে তরুণ প্রজন্মের শিল্পীরা তুলে ধরেন সমসাময়িক কালের বিখ্যাত গানগুলো।
পদ্মা ও যমুনার মিলনের মতই প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরা এ অনুষ্ঠানে যোগ দিয়ে উপভোগ করেন সকাল থেকে রাত পর্যন্ত।
আনন্দের আবহে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাঙালির চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুর আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও আলবাট্রার বাংলা অনলাইন পত্রিকা প্রবাস বাংলা ভয়েস।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি, যে বলয়ে আমরা বেড়ে উঠেছি। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বিদেশিরাও উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান। বিভিন্ন দেশের ভাষাভাষীর মানুষরা অংশগ্রহণ করেছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ বলেন, দুই দিনব্যাপী এই অনুষ্ঠান সবাই উপভোগ করেছেন। বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা এতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছেন।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর আহমেদ ওয়াকার রাজা বলেন, আমরা আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই, যেন তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানে এবং চর্চা অব্যাহত রাখে। দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রবাসে আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের বাংলাদেশকে।
দূর প্রবাসে বাঙালি জীবনে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমন করে বারবার এই মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে লাল সবুজ আর মুক্তিযুদ্ধেও বাংলাদেশ হয়ে উঠুক আরও সুন্দর ও আরও উন্নত– এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।
কেএ