বাহরাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কান্ট্রি প্রতি‌নি‌ধি ডা. তাসনিম আতাত্রাহর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ক‌রে‌ছেন বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

মানামার স্থানীয় সময় মঙ্গলবার (২৯ আগস্ট) এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, উ‌ব্লিউ‌টিও’র কা‌ন্ট্রি প্রতি‌নি‌ধির হওয়া বৈঠ‌কে রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

এনআই/এমএসএ