আমিরাতে এমপি ফরাজিকে গণসংবর্ধনা
সংযুক্ত আরব আমিরাতে সফররত ফিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. মুহাম্মদ রুস্তম আলী ফরাজিকে গণসংবর্ধনা দিয়েছে আবুধাবিস্থ মঠবাড়িয়া উপজেলা ও বরিশালের প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার (২৮ আগস্ট) ব্যবসায়ী মুহাম্মদ নজরুল ইসলামের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মদ রুস্তম আলী বলেন, প্রবাসীরা দেশে ছেলে মেয়েদের খবরা খবর রাখবেন। কেননা দেশে বর্তমানে অন্যতম সমস্যা—কিশোর গ্যাং। আর এর সবচেয়ে বেশি স্বীকার হচ্ছেন প্রবাসীর সন্তানরা। তাই প্রবাসীরা সব সময় পরিবারের খেয়াল রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগ বিজনেস ঐক্য পরিষদের সভাপতি ও বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএইর সিনিয়রসহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আলী চৌধুরী, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবির সহ-সভাপতি মুহাম্মদ সিফাত উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদ আমিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ লুৎফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফিরোজ খান সহ আরও অনেকে।
বিজ্ঞাপন
এমএসএ