দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের দ্বিতীয় বৃহত্তম প্রবাসী সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ আগস্ট) ওয়ারেন সিটির হ্যালমিচ পার্কে আয়োজন করা হয় এ বনভোজনের।

এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অভিমত আয়োজকদের।

মিশিগানে প্রবাসী বাংলাদেশি বসবাসের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে হবিগঞ্জ। তাদের নিয়েই ওয়ারেন সিটির হ্যালমিচ পার্কে উদযাপিত হলো গ্রীষ্মকালীন বনভোজন। স্টেইটে বসবাসকারী হবিগঞ্জের জেলার হাজারও বাংলাদেশি-অ্যামেরিকানের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে এ বনভোজন।

নাচ, গান, খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজনে আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা। ক্যানাডার টরেন্টো শহর বসবাসকারী অনেক হবিগঞ্জবাসী এতে অংশ নেন। আয়োজনে গান পরিবেশন করেন প্রবাসী সংগীত শিল্পী অনামিকা রায় ও সৈয়দ শাফি। নাচ পরিবেশন করেন মৃত্তিকা সরকার ও অর্পিতা সেন।

বাংলাদেশের সংস্কৃতিকে উজ্জীবিত করতে ও প্রবাসীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে প্রতিবছর সামারে এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সহসভাপতি মিজান মিয়া জসিম।

বাংলাদেশ থেকে বেড়াতে আসা হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, প্রবাসীরা শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশের সংস্কৃতি লালন করছে। বিদেশিদের কাছে তুলে ধরছে। এমন চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

হবিগঞ্জবাসীর এই বার্ষিক আয়োজনে অংশ নেন এ দেশের মূলধারার জনপ্রতিনিধিরাও। বাংলাদেশি সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ স্টেইট রেপ্রেজেন্টেটিভ লরি স্টোন ও ডিস্ট্রিক-১০-এর কংগ্রেস প্রার্থী ডায়ান ইয়াং।

হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ উদ্দিনের সঞ্চালনায় বনভোজন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ারেন সিটির কাউন্সিলর মহিলা অ্যাট-লার্জ অ্যাঞ্জেলা রোজেনসুস, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, আবু আহমেদ মুসা, ওয়ারেন সিটির কাউন্সিল মেম্বার প্রার্থী অ্যাডাম সাওকা, মাইকেল হাওয়ার্ড, ডি ডেরাল। এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের সভাপতি-সেক্রেটারিরা বক্তব্য রাখেন।