আমিরাতে ‘জনকের অনন্ত যাত্রা’ মঞ্চায়িত হবে ৯ সেপ্টেম্বর
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে মঞ্চ নাটক ‘জনকের অনন্ত যাত্রা’ মঞ্চায়িত হবে আগামী ৯ সেপ্টেম্বর। প্রথম বারের মতো সবচেয়ে বড় পরিসরে মঞ্চস্থ হতে যাচ্ছে এ নাটকটি।
গতকাল বৃহস্পতিবার কনস্যুলেট হল রুমে মঞ্চ নাটক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
বিজ্ঞাপন
জনকের অনন্ত যাত্রা নাটকটির রচয়িতা প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা এবং জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমসহ বাংলাদেশ থেকে আরও অল্প নাট্য অভিনেতাদের অংশগ্রহণ থাকবে। সেই সঙ্গে নাটকটিতে প্রবাসী শিল্পী এবং প্রবাসীদের উপস্থিতি থাকার কারণে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে আমিরাতে।
এটি ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায়। বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের চৌষট্টিটি জেলায় এ নাটকটি প্রদর্শিত হওয়ার পর এবার দেশের বাইরে এটিই তাদের প্রথম মঞ্চস্থ।
বিজ্ঞাপন
এখানে প্রবাসীদের অনেকেই এমনও রয়েছেন যাদের থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা আছে। আবার অনেকের অভিজ্ঞতা না থাকলেও ছিল প্রচণ্ড আগ্রহ এমন কাজে। দুবাইয়ের এই মঞ্চ নাটক যেন সেই সব প্রবাসীর সেই গুপ্ত আগ্রহকে জাগিয়ে তুলেছে আবারো। তাই তারা প্রায় চার মাস ধরে নাটকে পারদর্শী হওয়ার জন্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের মতে এই নাটকটিতে বেশিরভাগ সুযোগ দেওয়া হয়েছে প্রবাসীদের। এর ফলে এখান থেকে ভালো অনেক প্রতিভাও বেরিয়ে আসছে।
শারজাস্থ একটি থিয়েটারে আগামী ৯ সেপ্টেম্বর এই নাটকটি মঞ্চস্থ হবে। তাই প্রবাসী শিল্পী, সাধারণ প্রবাসী এবং দেশের নাম করা নাট্য অভিনেতাদের সমন্বয়ে এই নাটক দেখার অপেক্ষায় প্রবাসীরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) মুহাম্মদ আব্দুস সালাম, পাসপোর্ট সচিব কাজী ফয়সাল, প্রথম সচিব (শ্রম) শাহনাজ পারভীনসহ কনস্যুলেটের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিরা।
এমএ