কুয়েতে অফরা অঞ্চলে বাইসাইকেল দুর্ঘটনায় মো. সালাউদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর০ রাত ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত সালাউদ্দিন মৌলভীবাজারের কুলাউড়ার মৃত আব্দুস সালামের ছেলে।

নিহতের মামা নুরুল আমিন বখশ জানান, কুয়েতে অফরা অঞ্চলে দেওয়ানিয়ার কাজ করত সালাউদ্দিন। ডিউটিতে যাওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালাউদ্দিন প্রায় আট বছর আগে কুয়েতে আসেন। তার দুই কন্যা সন্তান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রয়েছে।

এসএসএইচ