ফিলিস্তিনকে ২০ লাখ ক্যান টুনাফিশ দেবে মালদ্বীপ
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ঘোষণা করেছেন অসহায় ফিলিস্তিনের জনগণকে ২০ লাখ ক্যান টুনাফিশ অনুদাব হিসেবে দেবে তার দেশ।
এই অনুদানের লক্ষ্য ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্তদের মানবিক ও ত্রাণ সহায়তা প্রদানের চলমান প্রচেষ্টাকে সমর্থন করা। মালদ্বীপ সর্বদা ফিলিস্তিনি জনগণের স্থায়ী শান্তি অর্জনের সংগ্রামে তাদের সমর্থনে রয়েছে।
নীল সাগরের লোনা জলের সাগর বেষ্টিত শতভাগ মুসলিম দেশ পর্যটন নির্ভরশীল মালদ্বীপ। তাদের আয়ের দ্বিতীয় উৎস মৎস্য বিভাগ।
বিজ্ঞাপন
উল্লেখ্য ক্যানের ভেতরে থাকা টুনাফিশ ঠান্ডা অথবা গরম যেকোন জায়গায় রাখলেও কয়েক বছরে নষ্ট হবে না এবং এই টুনাফিশ রান্না না করে খাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন শুকনো খাবারের সঙ্গেও খাওয়া যাবে।
এনএফ
বিজ্ঞাপন