কবি আসাদ চৌধুরী স্মরণে ৫ নভেম্বর টরন্টোতে নাগরিক স্মরণসভা
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী স্মরণে কানাডার টরন্টোতে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে রোববার (৫ নভেম্বর)। টরন্টোর ৪৯ ফেলস্টিড অ্যাভিনিউর সেন্ট প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলের মিলনায়তনে এ স্মরণসভা হবে।
টরন্টোর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই নাগরিক স্মরণসভা সফলভাবে করার জন্য গত ১৫ অক্টোবর ও ২৫ অক্টোবর টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে দুটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় নাগরিক স্মরণসভা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য কবি দিলারা হাফিজকে আহ্বায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন ও কবি দেলওয়ার এলাহীকে যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়।
নাগরিক স্মরণসভায় কবি আসাদ চৌধুরীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মরণালোচনা, নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাত ৩টায় কবি আসাদ চৌধুরী টরন্টোর অশোয়ার লেক রিজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরের দিন শুক্রবার বাদ জুমা কবির জানাজা অনুষ্ঠিত হয় টরন্টোর নাগেট মসজিদে। পরে সেদিন বিকেলে কবির মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এসএসএইচ