বসন্তের রঙে হৃদয় রাঙাতে এক হলেন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় সাজে সেজে তারা উপভোগ করেছেন সাংস্কৃতিক সন্ধ্যা। নৃত্য, গান, ফ্যাশন শো, র‍্যাফল ড্র, শিশুদের চিত্রাঙ্কন ও বাহারি খাবারে সবাই যেন ফিরে গিয়েছিলেন বাংলাদেশে কাটানো দিনগুলোতে।

রোববার (১৯ নভেম্বর) সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয় এ বসন্ত উৎসব। পুরো অনুষ্ঠানটির আয়োজন করে লাক্স স্কিন এস্থেটিকস ক্লিনিকের স্বত্বাধিকারী ইশরাত সুলতানা।

অনুষ্ঠানে কেউ সপরিবারে, কেউ বন্ধুদের নিয়ে উপস্থিত হন। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী সঙ্গীত শিল্পী শহীদুল মোয়াজ্জেম হোসেন রকি, আবদুল্লাহ মামুন, শাহানা চৌধুরী, ফয়জল রিয়াজ হুসাইন ও বাংলা ব্যান্ড 'ওয়ান ব্যান্ড'। অন্যদিকে 'দ্য লুক'-এর মনোমুগ্ধকর ফ্যাশন শো দৃষ্টি কাড়ে দর্শকদের।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মো. ইব্রাহীম খলিল মাসুদ ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, শফিকুল ইসলাম, গামা কাদির, শাহাদাত হোসেন, সাজ্জাদ সিদ্দিকী, মনিরুল হক জর্জসহ কমিউনিটি নেতারা।

অনুষ্ঠানে সম্মাননা ও উপহার গ্রহণ করেন আফরিনা চৌধুরী, মোবারক হোসেন ও শাফরিন ইসলাম।

পিএইচ