সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের গাউছিয়া আমিন ভান্ডার কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ সেকান্দর বাদশার আমিরাতে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) ধলই আমিন ভান্ডার দরবার শরীফ প্রবাসী পরিষদের উদ্যোগে মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায় এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা মুহাম্মদ হাছানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ সরওয়ার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জানে আলম জাহাঙ্গির।

এতে বিশেষ অতিথি ছিলেন, আমিরাত যুবলীগের সভাপতি শিমুল মোস্তফা, রোমান ছিদ্দীক, মনচুর আলম, সৈয়দ মুহাম্মদ ফয়জুল ইসলাম মুন্না, ধলই আমিন ভাণ্ডার প্রবাসী পরিষদের আমিরাত শাখার সদস্য মুহাম্মদ এনাম, আব্দুল হামিদ, মেহাম্মদ পারভেজ, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আজম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ খলিল, মোহাম্মদ খোকনসহ অনেকেই।

সংবর্ধনা শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া এবং তবারক বিতরণ করা হয়।

পিএইচ