ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ব্রিকসের ভার্চুয়াল বৈঠক
ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ব্রিকসের ভার্চুয়াল বৈঠকে সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন নেতারা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ব্রিকস নেতাদের ভার্চুয়াল যৌথ বৈঠকের সভাপতিত্ব করেন তিনি।
মঙ্গলবার (২১ নভেম্বর) ব্রিকসের চেয়ার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সভাপতিত্বে বৈঠকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের নেতারা এবং সৌদি আরব, আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের আমন্ত্রিত প্রতিনিধি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশ নেন।
বিজ্ঞাপন
ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসা বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ প্রয়োজন। আমরা আমাদের আলোচনায় সেসব অধিকৃত অঞ্চলের ভয়াবহ মানবিক পরিস্থিতির প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছি। আমরা মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনীয়তা এবং ত্রাণ সরবরাহের জন্য অবিলম্বে ও নিরাপদে বাধাহীন প্রবেশাধিকারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসের ভার্চুয়াল বৈঠকে বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিন সমস্যার সুষ্ঠু সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না।
বিজ্ঞাপন
ব্রিকস নেতারা গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কারণ ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। ৭ অক্টোবর থেকে গাজায় হাজার হাজার নিরপরাধ বেসামরিক লোকের হত্যাকাণ্ড বিশ্ব প্রত্যক্ষ করছে। যদিও ইসরায়েলে হামাসের হামলায় ১২০০ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ফিলিস্তিনের জনগণের দুর্ভোগের অবসান হওয়া উচিত। ব্রিকস সদস্যদের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশে তিনি বলেন, অবশ্যই গাজার দুর্ভোগের অবসান ঘটাতে এবং এ সংঘাতের একটি ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের পথ প্রতিষ্ঠার জন্য জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে আমাদের একমত হতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংঘাতের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন, এটি তাৎপর্যপূর্ণ যে ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সম্মিলিতভাবে দীর্ঘমেয়াদি এবং টেকসই নিষ্পত্তি অর্জনের প্রয়োজনীয়তার বিষয়ে সব ব্রিকস দেশের একই অবস্থান রয়েছে।
ফিলিস্তিন সংকটকে মানবিক সংকট উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজার মানবিক সংকট নিয়ে বিশ্ব নেতাদের আলোচনা করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ওই অঞ্চলে জরুরি ভিত্তিতে সাহায্যের প্রয়োজন।
তিনি মধ্যপ্রাচ্য পরিস্থিতির সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত ব্রিকস নেতাদের ক্রমাগত এ বৈঠক করার আহ্বান জানান।
এসএসএইচ