সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির আয়োজনে সিএফএর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরের নর্টভেনু অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) সহযোগিতায় ‘সেন্টার অব আর্টস’ বহু বছর ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেন্টার অব আর্টস (সিএফএ) সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) সহযোগিতায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতির আলোকে নাচ-গানের পাশাপাশি ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জিল্লুর রহমান।

অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন মোস্তাফিজুর, মহসিন মিয়া, শংকর, টিনা এবং মো. রাকিব হাসানসহ আরও অনেকে।

এসএসএইচ