প্রবাসীদের স্বার্থ রক্ষায় মালদ্বীপে মাইগ্রান্টস ফেস্টিভ্যাল
অভিবাসীদের স্বাস্থ্য সেবার ওপর গুরুত্বারোপ ও আইনি পরামর্শ প্রদানের লক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে হয়েছে মাইগ্রান্টস ফেস্টিভ্যাল। মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আরবান কো-এর আয়োজিত মাইগ্রান্টস ফেস্টিভ্যালে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাসহ বাংলাদেশ হাইকমিশন অংশগ্রহণ করে।
অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এই ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের প্রবাসীদের এইচআইভি পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা , বসন্ত রোগের ভ্যাকসিন প্রদানসহ প্রয়োজনীয় চেকআপ ও বিনামূল্যৈ ওষুধ প্রদান করা হয়। এছাড়াও দেশটিতে অবস্থিত অভিবাসীদের বাংলা, ইংরেজি, হিন্দিতে, আইনি পরামর্শ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
মাইগ্রান্টস ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে, আরবান কো পাবলিক ইন্টারেস্ট ল সেন্টার, মিশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার মালদ্বীপ, হেলথ প্রোডাকশন এজেন্সি, সোসাইটি ফর হেলথ এডুকেশন, ইন্ডিয়ান হাই কমিশন।
মিশনের কাউন্সেলর ও হেড অব চেন্সারী সোহেল পারভেজ বলেন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের স্বাস্থ্য, কনস্যুলার সেবা, বৈধপথে রেমিটেন্স প্রেরণ, বিনিয়োগ, এয়ারপোর্ট ব্যবহার, স্থানীয় আইন ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে প্রবাসীদের সচেতন করা হয়। বাংলাদেশি স্টলে উপস্থিত ছিলেন, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, কাউন্সিলর সহকারী এবাদ উল্লাহ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
বিজ্ঞাপন
এমটিআই