খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‌‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। কানাডিয়ানরা সারা বছরই অপেক্ষায় থাকেন এ দিনটির। দিনটি শুরু হওয়ার আগেই ডিসেম্বর মাসজুড়ে থাকে আনন্দ উৎসবের আয়োজন।

বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রিয়জনের মধ্যে উপহার আদান-প্রদান। সিক্রেট শান্তা আর প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাগাভাগি করে নেন বড়দিনের আনন্দ।

বড়দিনকে ঘিরে পুরো কানাডা উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে সেজেছে। শুরু হয়েছে হলিডে সিজন। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি। শপিং কমপ্লেক্সগুলোয় উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে চলছে আনন্দ আয়োজন। প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এ উৎসবে।

ছোট ছোট কোমলমতি শিশু-কিশোরদের কাছে শান্তা ক্লজ অন্যতম আকর্ষণ। শিশু-কিশোরদের আনন্দে আনন্দিত হয় বড়রাও। সারা বছরের কর্মব্যস্ততাময় একঘেয়েমি জীবন থেকে বের হয়ে এসে পরিবারের সঙ্গে মিলিত হয়ে মেতে ওঠে বড়দিনের আনন্দ-উৎসবে।

ইতোমধ্যে বিভিন্ন কমিউনিটির নেতারা রাস্তায় রাস্তায় ‘মেরি ক্রিসমাস’ সম্বলিত পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বিভিন্ন শপিংমল ও পরিবহনগুলোতে লেখা হয়েছে ‘হ্যাপি হলিডে’।

খ্রিষ্টধর্মের অনুসারী অ্যানথনি জ্যাকব বলেন, সমগ্র বিশ্ববাসীর সুখ-শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামী পৃথিবীতে আমরা যেন ভালো থাকি, এটাই আমাদের প্রার্থনা।

এসএসএইচ