কাতারে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন
বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাতারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দোহার স্থানীয় একটি হোটেলে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ (নূরুন্নবী) পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, মীর মোশাররফ হোসেন, সাহাদাত হোসেন নাছের, নুরুল আবছার বাবুল, নুর নবী, নুরুল কবির চৌধুরী, মোহাম্মদ হারুন, আবু তৈইয়ব, আবু রায়হান, শফিকুল ইসলাম প্রধান, নুরুল কবির চৌধুরী, ইসমাইল হোসেন, মাওলানা মোছাদ্দেকুর রহমান, তাজুল ইসলাম, রিপন, পারভেজ, সাজ্জাদ, লোকমান প্রমুখ।
বিজ্ঞাপন
এসময় বক্তারা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এসএসএইচ
বিজ্ঞাপন