কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপি। দিবসটি উপলক্ষ্যে কানাডার স্থানীয় সময় সোমবার (২৫ ডিসেম্বর) রাতে মন্ট্রিয়ল নগরীর একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়।

ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী। বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এসময় ফয়সল চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, যেভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন জজ ওয়াশিংটন ঠিক তেমনভাবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন। জিয়াউর রহমান যদি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব না দিতেন, সামরিক বাহিনীকে যদি পাকিস্তানিদের বিরুদ্ধে না দাঁড় করাতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।’

তিনি আরও বলেন, ‘বতর্মান বাংলাদেশের সরকার নির্বাচনের নামে খুন, রাহাজানি, জেল, জুলুম দিয়ে স্বৈরশাসন শাসন প্রতিষ্ঠা করেছে, ভুয়া নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, যার প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।’ তিনি নির্বাচন বয়কট করে তারেক রহমানের অসহযোগ আন্দোলনে যোগ দিতে দেশবাসীকে আহ্বান জানান।

ক্যুইবেক বিএনপি সভাপতি আবদুল মান্নান বলেন, ‘আমরা বিজয়ের এ দিনটি পালন করতে পারি এজন্য, যিনি এনে দিয়েছেন বাংলাদেশের বিজয়ের সূর্য, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই বাঙালি বীর প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে দেশের আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বিশ্ব মানচিত্রে ঠাঁই পেয়েছে লাল সবুজের স্বাধীন বাংলাদেশ।’

এ ছাড়া বক্তব্য দেন কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান আবদুর রাজ্জাক রাজু, সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিম উদ্দীন।

আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সামাদ স্বপন নান্টু, দেলোয়ার হোসেন, কানাডার মানবাধিকার কর্মী ও সাবেক বিচারপতি মিলিসা সিঙ্গার, বিএনপি নেতা আবদুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান শেষে গণসংগীত পরিবেশন করেন শিল্পী শাকিলা খান।

এসএসএইচ