স্পেনে বায়তুল মোকাররম মসজিদের সংস্কার কাজে সহযোগিতার আহ্বান
স্পেনের রাজধানী মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদের নিজস্ব ভবনের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রাথমিকভাবে ১ লাখ ৬০ হাজার ইউরো এর ব্যয় নির্ধারণ করা হয়েছে।
মসজিদের নান্দনিক সৌন্দর্য, ওজুখানা, মহিলাদের নামাজের স্থান, সাউন্ড সিস্টেমসহ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
খোরশেদ আলম মজুমদার বলেন, মাদ্রিদ কমিউনিটিসহ ধর্মপ্রাণ মুসল্লিদের দান ও সহযোগিতায় এই মসজিদ পরিচালনা করা হয়। মসজিদে তত্ত্বাবধানে একটি আরবি স্কুলে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে।
বিজ্ঞাপন
সার্বিক কারণে তিনি এই মসজিদের অবকাঠামোগত উন্নয়নে মুসলিম উম্মাহকে এগিয়ে আসার অনুরোধ জানান।
পিএইচ