মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে সংগঠনটির নেতৃবৃন্দসহ অন্যান্য জেলার প্রবাসীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল ইসলাম বাবুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান সরকার ও আশফাকুল ইসলাম সোহেল। মাহফিলে রোজার ফজিলত ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য তুলে ধরায় অনুষ্ঠানের পূর্ণতা পায়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দাতো শ্রী কামরুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা দাতো মো. বিল্লাল হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. জাকিরুল ইসলাম।
বিজ্ঞাপন
আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাইয়ুম সরকার, দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক সাইমন, মুন্সীগঞ্জ জেলা সমিতির সভাপতি এস. কে. সেন্টু, সাধারণ সম্পাদক টুটুল, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মশিউর রহমান লিংকন, সাধারণ সম্পাদক বাবুল সর্দার, শরিয়তপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ও সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা মওদুদ।
এছাড়া সংগঠনটির সহ সভাপতি মো. আব্দুল্লাহ, মো. রাসেল মিয়া. মো. রহমান, মো. রিপন মিয়া, রাসেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো, সজিব মিয়া, মো, মানিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো, বাদশা মিয়া, হাবিব মিয়া, মো. সোহেল মিয়া, মো. আব্দুল্লাহ আল মামুন. প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অন্তর, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল মালিক, অর্থ সম্পাদক মো. দৌলত আহমেদ ও দপ্তর সম্পাদক আরডি রিয়াদসহ অনেকে উপস্থিত ছিলেন।
কেএ