টরন্টোতে আ.লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী পালন
কানাডার টরন্টোতে আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে। রোববার (৭ জুলাই) ডেনফোর্থ অ্যাভিনিউয়ের লবঙ্গ ফাইন ডাইনে এ উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কানাডায় আওয়ামী লীগের কার্যালয়ে অন্টারিও আওয়ামী লীগের এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এতে সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, বিশেষ বক্তা ছিলেন বাকসুর সাবেক ভিপি ও অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভা সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।
সভায় কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও কানাডা ছাত্রলীগের নেতারা অংশগ্রহণ করেন।
এসএসএইচ