বাংলাদেশিদের অংশগ্রহণে চীনে অনুষ্ঠিত হয়েছে ২০২৪ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প। ২৬ থেকে ৩১ জুলাই পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পটির উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান নিংশিয়া হুই অটোনমাস রিজিওনে অনুষ্ঠিত হয়।

নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের বৈদেশিক বিষয়ক কার্যালয় আয়োজন করে এই ক্যাম্পটি। স্বায়ত্তশাসিত অঞ্চলের পররাষ্ট্র বিষয়ক অফিসের মহাপরিচালক বাই ইউঝেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং ক্যাম্পের পতাকা হস্তান্তর করেন। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

পাঁচ দিনের সফরে, বিভিন্ন দেশের তরুণরা নিংশিয়া পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে তাদের বোঝাপড়া বাড়িয়েছে এবং বন্ধুত্ব গড়ে তুলেছে। তারা নিংশিয়ার বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের বিকাশ সম্পর্কে জানতে, ইংচুয়ান ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এক্সিবিশন সেন্টার, নিংশিয়া বাইরুইয়ান উলফবেরি মিউজিয়াম, শাপোথু ন্যাশনাল নেচার রিজার্ভসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

এই ফ্রেন্ডশিপ ক্যাম্পে  বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তানসহ ১২টি দেশের ৩৪ জন যুব প্রতিনিধি এবং নিংশিয়া থেকে ১৩ জন চীনা যুব প্রতিনিধি অংশগ্রহণ করে।

তাছাড়া, নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে পার্টি কমিটির পররাষ্ট্র বিষয়ক অফিস, স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগ, স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ুথ লীগ কমিটি এবং নিংশিয়া রেডিও ও টেলিভিশন স্টেশনের দায়িত্বশীল ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিংশিয়া ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প  সফলভাবে ১৯টি সেশন সফলভাবে সম্পন্ন করেছে। গত ২০ বছরে, এক হাজারেরও বেশি বিদেশি তরুণ প্রতিনিধি নিংশিয়া ভ্রমণ করেছে জ্ঞান ভাগাভাগি করতে এবং নিংশিয়া যুবকদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে।

এমএ