বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে  মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। 

গত বুধবার কুয়ালালামপুরের সিতাপাকের একটি হোটেলে এ আয়োজন করা হয়।

আন্দোলনে শিক্ষার্থীদের যারা হত্যা করেছেন তাদের বিচারের দাবি জানান প্রবাসীরা।

এই নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার না করলে রেমিটেন্স না পাঠানোর হুমকিও দেন তারা। 

প্রবাসী মো. মতিনের সভাপতিত্ব ও মো. কালামের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মো. মহিউদ্দিন, সেলিম, রাসেল, মো. মুক্তার, সোহেল রানা, শিপন, আরিফ, মো. স্বপনসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি।

এমএসএ