ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। এর মধ্য দিয়ে ৪ সন্তান লক্ষ্মী সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে স্বামী গৃহ কৈলাস থেকে মর্তলোকে বাবার বাড়িতে আগমন করেছেন দেবী দুর্গা। আজ (রোববার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব।

দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের ন্যায় সংযুক্ত আরব আমিরাতে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। বিভিন্ন ধরনের আলোক সজ্জায় পূজামণ্ডপ সেজেছে নতুন সাজে।

এ বছর প্রথমবারের মতো আজমান আল কারামায় সার্বজনীন লোকনাথ সেবাশ্রমের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এছাড়াও দেশটির সাতটি প্রদেশে ১০টি স্থানে দুর্গাপূজার আয়োজন করেছে প্রবাসে বসবাসরত বাঙালি হিন্দু কমিউনিটি। সবার মাঝেই বিরজ করছে উৎসবের আমেজ।

দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে আমিরাতের মন্দির ও মণ্ডপগুলো। সব ধরনের প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। রয়েছে স্থানীয় প্রশাসনের অনুমতি ও নিরাপত্তা। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে অংশ নিতে দুর্গাপূজা মণ্ডপে সকলকে আমন্ত্রণ জানালেন তারা। 

এমএ