দ.আফ্রিকায় ইসরায়েলবিরোধী বিক্ষোভে বাংলাদেশি প্রবাসীরা
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার ঘটনায় দক্ষিণ আফ্রিকায় স্থানীয় জনগণের সঙ্গে নানা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা।
দেশটির বাণিজ্যিক শহর জোহানেসবার্গ, পর্যটন নগরী কেপটাউন, ডারবান, পোর্ট এলিজাবেথসহ বিভিন্ন স্থানে চলমান ইসরায়েলবিরোধী মানববন্ধন, বিক্ষোভ মিছিলে বাংলাদেশিরা ব্যানার ফেস্টুন নিইয়ে প্রতিবাদ করছেন।
বিজ্ঞাপন
এরইমধ্যে কেপটাউনে কয়েকদফা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইদুল ফিতরের নামাজ শেষে জোহানেসবার্গে বাংলাদেশ, সোমালিয়া, পাকিস্তানসহ কয়েকটি মুসলিম কমিউনিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও ডারবান ও পোর্টএলিজাবেথে স্থানীয়দের আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিবাদ জানিয়েছে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক।
এমজেসি, আল কুদস ফাউন্ডেশন, এএনসি, গুড পার্টি, ইএফফান্ড আল জামাহাহসহ দেশটিতে বসবাস করা বিভিন্ন ধর্ম, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন তাদের নেতাকর্মীদের নিয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভের আয়োজন করে।
ফিলিস্তিনের আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা এবং সাধারণ নাগরিকদের হত্যায় ঘটনায় দেশটির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবিও ওঠে বিক্ষোভ থেকে।
বিজ্ঞাপন
আরএইচ