কুয়েতে বিএনপির বিজয় দিবস উদযাপন
কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ উদযাপন করা হয়।
দিবস উপলক্ষ্যে এদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখতারুজ্জামান শামছ, আহ্বায়ক অনুষ্ঠান উদযাপন কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোস্তফা কামল, সাংগঠনিক সম্পাদক কুয়েত বিএনপি। প্রধান অতিথি হিসেবে ছিলেন মাহফুজুর রহমান মাহফুজ, সভাপতি কুয়েত বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন- কুয়েত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি মাহফুজ রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পরে দেশের এবং বিদেশের মানুষ এবারই প্রথম স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পেরেছে। এই বিজয় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। তাই এ বিজয়কে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার এবং তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই।
তিনি আরো বলেন, কুয়েতে আমরা লক্ষ্য করছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা প্রবাসীদের বিরুদ্ধে লিস্ট করেছে এবং হুমকি ধমকি দিয়েছে তাদেরকে দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এটা আমরা মেনে নিতে পারি না।
এমএ