অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
অস্ট্রেলিয়ার বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন।
১৯ জানুয়ারি সিডনি, মেলবোর্ন, হোবার্ট, ব্রিসবেন এবং পার্থে অস্ট্রেলিয়া বিএনপির আয়োজনে দিনব্যাপী পিকনিক, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এএফএম তাওহীদুল ইসলাম ও মোহাম্মদ হায়দার আলীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী বিশ্বাসী প্রবাসীরা জিয়াউর রহমানের জন্মদিনকে উদ্যাপন করতে স্থানীয় পার্কগুলোতে বনভোজনের আয়োজন করেন। তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিটি শহরে জন্মবার্ষিকী উদ্যাপনের নজির দেখা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পশ্চিম অস্ট্রেলিয়ার পার্কে কামাল হোসেন ও এম ফয়সাল আল-মাহমুদ নেতৃত্বে নেতাকর্মীরা দুপুরের আগে থেকেই সপরিবারে হাজির হন। এসময় তারা জিয়াউর রহমানের ওপর বক্তব্য দেন এবং তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, শিশু কিশোরদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং বড়দের জন্য বিভিন্ন খেলার আয়োজনও করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যা তাদের জাতির প্রতি অবিচল ভালোবাসা ও দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ।
এমএন