মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক কাজী আলামিনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তাকে আটকের প্রতিবাদ জানিয়ে অতিবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার হাংতুয়া আপন রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার। সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলি খান জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন, মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন।

সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোশারফ হুসাইন হৃদয়, কুয়ালালামপুর মহানগর শাখার সহ-সভাপতি গোলাম কবিরসহ আরও নেতৃবৃন্দ। 

প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এম মোজাম্মেল হক প্রধান এবং মোনাজাত পরিচালনা করেন তালহা মাহমুদ।

এমএসএ