শিক্ষাবিদ, প্রফেসর সৈয়দ মুহাদ্দিস আহমদ ও তার সহধর্মিণী শিক্ষাবিদ অধ্যাপক শামসুন নাহার শিরীনের সম্মানে সৈয়দপুর যুব কল্যাণ পরিষদ লন্ডনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক প্রভাষক জিয়াউল সৈয়দের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জামিলের উপস্থাপনায় পূর্ব লন্ডনের পিউর চা রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সলিসিটর সৈয়দ শাহীন, রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম, শেখ আবুল নুর, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, কবি দিলু নাসের, কবি ও রাজনীতিবিদ মাসুক ইবনে আনিস, সৈয়দ আসকির, সৈয়দ জামান নাসের, সৈয়দ সাহেদ আহমদ, পীর কতুব উদ্দিন বখতিয়ার, সাদিক কোরেশী, সংগঠনের সাবেক সভাপতি মোস্তাকুজ্জামান খোকন, সৈয়দ হোসেন আহমেদ, সৈয়দ আশফাক, ছড়াকার হিলাল সাইফ, প্রভাষক সাজিদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ শেখ রেজুওয়ান, সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ প্রভাষক সৈয়দ মামুন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নাইম ও মাওলানা রিয়াজ, মাহবুবুর রহমান কোরেশী, কোষাধ্যক্ষ সৈয়দ সুমন আহমদ, সৈয়দ আরিফ আহমেদ, সৈয়দ নাইম, সৈয়দ হামজা, সৈয়দ আমির হামজা ও সৈয়দ ইয়ামিন প্রমুখ।

এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ সুহেব আহমদ।

বিলেতে দীর্ঘদিন পর প্রিয় শিক্ষক দম্পতিকে পেয়ে মতবিনিময় সভায় পরিচিত, স্বজন, আপনজন ও শিক্ষানুরাগীরা একটি আনন্দময় সন্ধ্যা উপভোগ করেন।

মতবিনিময় সভায় বক্তারা সংবর্ধিত শিক্ষক দম্পতির আলোকিত কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।

এসএসএইচ