পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে মালদ্বীপ ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মালদ্বীপে আগামীকাল (শনিবার) থেকে রোজা শুরু হবে। রমজানকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপের ধর্মপ্রাণ মুসলিমরা। 

স্থানীয় সময় আজ রাত সাড়ে ৮টায় প্রথম তারাবির নামাজ আদায় করেছেন দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা। তারাবির নামাজের শরিক হয়েছেন দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের প্রবাসী মুসলিমরাও।

মালদ্বীপে প্রথম রমজানে সরকারিভাবে বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানি ছুটি ঘোষণা করেছে এবং নিত্য প্রয়োজনীয় শপিং মলগুলো রমজানের সম্মানে আধাবেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এছাড়াও পুরো রমজান মাসেই মালদ্বীপের সব মসজিদে রোজাদারদের জন্য সরকারিভাবে ইফতারের ব্যবস্থা করা হয়েছে।  স্থানীয় মুসল্লিদের সঙ্গে সঙ্গে ভিনদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে  সবাই ইফতারের শরিক হতে পারবেন।

এমএন