সিডনিতে আবাসন নির্মাণে মুন্সিয়ানা দেখাচ্ছে বাংলাদেশিদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান প্যারামাউন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।

সিডনির হলিডে ইন ওয়ারউইক ফার্মে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হন ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

আধুনিক, টেকসই এবং কমিউনিটি বান্ধব প্রকল্প বিকাশের লক্ষ্যে প্যারামাউন্ট অস্ট্রেলিয়ার রিয়েল এস্টেট শিল্পকে নতুনভাবে রূপান্তর করতে নিজেদের প্রস্তুত করেছে। বাসস্থান উন্নয়ন, বৃহৎ নির্মাণ ও কৌশলগত রিয়েল এস্টেট প্রকল্পে নেতৃত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- প্রযুক্তি বিষয়ক ছায়ামন্ত্রী মার্ক কোর এমপি । তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্যারামাউন্ট শুধু উন্নয়ন ও নির্মাণ প্রকল্প সরবরাহে সীমাবদ্ধ থাকবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কোম্পানির দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গঠনমূলক বক্তব্য রাখেন। 

প্রতিষ্ঠানের সিইও সঞ্জয় পান্ডে বলেন, আমাদের লক্ষ্য শুধু স্থাপনা নির্মাণ নয়, বরং উদ্ভাবনকে উৎসাহিত করা যা মানুষের জীবনে প্রকৃত মূল্য যোগ করে।

সংশ্লিষ্টরা বলছে, শিগগিরই ঘোষণা করা হবে প্যারামাউন্টের আসন্ন প্রকল্প। নগর উন্নয়ন ও টেকসই নির্মাণে নতুন মানদণ্ড স্থাপন করতে মরিয়া এই প্রতিষ্ঠান।

এমএ