আনন্দঘন পরিবেশে কমিউনিটির আলোকিত মানুষদের উপস্থিতিতে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি হলে স্বাধীনতা ট্রাস্টের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) স্বাধীনতা ট্রাস্টের উদ্যোগে লন্ডনে বিশ্বখ্যাত রাসেল গ্রুপের শিক্ষাপ্রতিষ্ঠান, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন করেছে। ২৫তম বার্ষিকী উদযাপন মেলাটি ছিল কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থীদের সহযোগিতায়।

এ অনুষ্ঠানে ছিল— বাংলা বোর্ড গেমস, মোহাইমেন কাউনাইন এবং শোফা মিয়ার স্ট্যান্ড-আপ কমেডি, জুলি বেগমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের সঙ্গে আলতাব আলী স্টোরির একটি চলচ্চিত্র প্রদর্শন, নতুন করে ডিজাইন করা ওয়েবসাইট, প্রকাশনা, প্রদর্শনী এবং বক্সার রুকসানা বেগমের সঙ্গে একটি সাক্ষাৎকার। মেলাটি ৫ মার্চ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুইন মেরি ইউনিভার্সিটির আর্টস ওয়ান বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়।

রমজানের মাসে অনুষ্ঠিত হওয়ায় দিনের অনুষ্ঠানের সমাপ্তিতে ইফতার পরিবেশন করা হয় এবং স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একটি কেক কাটেন।

উদ্বোধনী বক্তব্য দেন স্বাধীনতা ট্রাস্টের পরিচালক ড. আনসার আহমেদ উল্লাহ, কিউএম সেন্টার ফর ক্রিয়েটিভ কোলাবোরেশনের আর্টস অ্যান্ড কালচার ম্যানেজার অ্যালেক্স মেহতা ব্রাউন ও স্বাধীনতা ট্রাস্টের পৃষ্ঠপোষক অধ্যাপক জন ইড।

বক্তারা স্বাধীনতা ট্রাস্ট সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন, এটি একটি কমিউনিটি ভিত্তিক বাঙালি সংগঠন। যা তরুণ এবং বৃহত্তর সম্প্রদায়ের কাছে বাঙালি ইতিহাস ও ঐতিহ্য প্রচার করে। সংগঠনটি গত ২৫ বছর ধরে শিক্ষাবিদদের সঙ্গে কাজ করে আসছে, যুক্তরাজ্যের স্কুল, কলেজ, ক্লাব এবং কমিউনিটি সেন্টারে তরুণ বাঙালিদের জন্য সেমিনার, কর্মশালা, প্রদর্শনী এবং শিক্ষামূলক সাহিত্য প্রদান করে।

সংগঠনের নেতারা বলেন, কার্যক্রম ও অনুষ্ঠান চালিয়ে যেতে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে অংশীদারিত্বে নতুন প্রকল্প ডিজাইন এবং বাস্তবায়ন করতেও তারা আগ্রহী।

এসএসএইচ