ভেনিস বাংলা স্কুলের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) স্কুল মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এসময় ‘পবিত্র রমজানের গুরুত্ব এবং প্রবাসী প্রজন্ম’ শীর্ষক আলোচনা করেন স্কুল কমিটির উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী, পলাশ রহমান, এমডি আক্তার হোসেন ও আব্দুর রহমান।

ইফতার মাহফিলে বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণির অভিবাসীরা উপস্থিত ছিলেন।

স্কুল কমিটির সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, শিক্ষিকা দিলরুবা জামান, ভেনিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এস কে এমডি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ভেনিস বাংলা স্কুল শুধু প্রবাসী প্রজন্মকে বাংলা শিখিয়ে সীমাবদ্ধ থাকে না। ধর্ম শিক্ষা, দেশপ্রেম ও সুস্থ সংস্কৃতি শিক্ষা দিতে প্রতি বছর ইফতার মাহফিলের মতো নানা আয়োজন করে থাকে।

ইফতারের আগে বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসএসএইচ