দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে প্রবাসীদের ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এ সময় উপস্থিত ছিলেন- আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
সোমবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রবাসীরা কনসাল জেনারেলের সঙ্গে দুবাই আল-মামজারস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নৈশভোজেও যোগ দেন। কনসাল জেনারেল ও তার স্ত্রী অতিথিদের স্বাগত জানান ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী, দেশটিতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সভাপতি মামুনুর রশীদসহ অন্য সাংবাদিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।
কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এবং বিদেশে বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আমিরাতের আইন-কানুন মেনে চলারও পরামর্শ দেন।
বিজ্ঞাপন
পুনর্মিলনীকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ উচ্ছ্বাস। অনেক স্বদেশিকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলনমেলা ছিল এক টুকরো বাংলাদেশ। কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে কনসাল জেনারেলের নিমন্ত্রণে আসতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
এমএ