ওমানে দুর্ঘটনায় হতাহত প্রবাসীরা পেলেন সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ
ওমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত প্রবাসীদের পরিবার সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায় করা সম্ভব হয়েছে।
এর মধ্যে রংপুরের নীলফামারী জেলার প্রবাসী রাফি ইসলাম পেয়েছেন ৭০ হাজার ওমানি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে রাফি ইসলামসহ অন্য প্রবাসীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আলম। এসময় দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২২ সালে মাস্কাটের কয়াদিকবির এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে গালফার কোম্পানির একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফি ইসলাম। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ওমানে চিকিৎসা গ্রহণ করেন এবং বর্তমানে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
বিজ্ঞাপন
রাফি ইসলামের আত্মীয়রা দীর্ঘদিন ধরে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন ছিলেন। দূতাবাসের আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এ ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আলম প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দুর্ঘটনা বা আইনি জটিলতায় স্থানীয় দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
এসএসএইচ