কাতারে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মেঘনা
কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্টের উৎসব শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দোহা কেমব্রিজ স্কুল মাঠে দূতাবাস আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে পদ্মাকে ৩–২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মেঘনা।
রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেলেই ফুটবল টুর্নামেন্টসহ আরও বিভিন্ন ইভেন্ট দূতাবাসের পক্ষ থেকে আয়োজন করা হবে। বিজয়ী ফুটবল দলসহ টুর্নামেন্টে অংশ নেওয়া সব ফুটবল দলকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
খেলা শেষে রানার্সআপ দল ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া ছাড়াও খেলার বিভিন্ন ম্যাচে জয়ীদের মাঝেও পুরস্কার তুলে দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রথমবারের মতো দূতাবাস আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নদীর নামে চারটি কাতার প্রবাসীদের স্থানীয় টিম।
কর্মব্যস্ততার মাঝে শুক্রবার ছুটির দিনে খেলাধুলায় অংশ নিতে পেরে খুশি প্রবাসী ফুটবল খেলোয়াড়রা। বাংলাদেশ দূতাবাসকে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান ক্রীড়া সংগঠকেরা।
বিজ্ঞাপন
এসআইআর