সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মুহাম্মদ বাবু নামে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার এক যুবকের।

সোমবার (২৬ মে) দুবাইয়ের জেবাল আলীতে একটি ভিলায় সকালে ড্রিল মেশিন চালানোর সময় শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বাবুর শৈশব কেটেছে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ‍্যম গোপাল ঘাটায় নানার বাড়িতে। তার নানার নাম মো. সোলেয়মান এবং মামার নাম মো. কামাল। গোপাল ঘাটা উচ্চবিদ্যালয় সংলগ্ন নেছারুল হক মেব্বারের বাড়ি তাদের পারিবারিক ঠিকানা হিসেবে পরিচিত। পরবর্তী সময়ে তিনি নিজ বাড়ি বাবুনগরে বসবাস শুরু করেন।

পরিবারের দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়। তার এই মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমজে