যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাইকমিশনে গত ২৫ মে আড়ম্বরপূর্ণ পরিবেশে বৈশাখী মেলা ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

এছাড়া, গ্রেটার ম্যানচেস্টারের লর্ড লেফটেন্যান্টকে দাপ্তরিকভাবে প্রতিনিধিত্বকারী ডেপুটি লর্ড লেফটেন্যান্ট কার্ল অস্টিন বেহান ওবিই ডিএল, হাই শেরিফ মার্টিন এইন্সক্লো সিবিই ডিএল, আফজাল খান এমপি (ম্যানচেস্টার রুশল্ম), এন্ড্রু গুয়েন এমপি (ডেন্টন ও গর্টন), লর্ড মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, ম্যানচেস্টারের বিভিন্ন কূটনীতিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সহকারী হাইকমিশনার স্বাগত বক্তব্যে সবাইকে অভ্যর্থনা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও বাঙালির ঐতিহ্যের স্বরূপ সংক্ষেপে উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দের মধ্যে ডেপুটি লেফটেন্যান্ট, হাই শেরিফ ও এমপিবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও ব্রিটিশ বাংলাদেশিদের অবদানের প্রশংসা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাইকমিশনার তার বক্তব্যে উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ঐকতানে ‘এসো হে বৈশাখ’ গীতের মাধ্যমে বৈশাখ তথা বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। অতিথিদের সামনে বাংলাদেশ তথা বাঙালির চিরায়ত জীবনযাত্রা তুলে ধরা হয় নৃত্য পরিবেশনের মাধ্যমে। এরপর সহকারী হাইকমিশন চত্বরে আনন্দ শোভাযাত্রায় আসা অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন এবং চত্বরে অনুষ্ঠিত মেলায় স্থাপিত স্টলগুলোতে ভ্রমণ করেন।

এনআই/এমএ