প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সচেতনতা ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ওমানের নেতৃত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে (শুক্রবার) লিওয়া আল জাহিয়ার দারুল সেন্টারে ‘বাংলাদেশের নতুন রাজনীতিতে এনসিপির কাছে প্রত্যাশা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

দারুল ইসলামের সভাপতিত্বে ও আবদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান আল বেরমীর বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন পেশাজীবী, ব্যবসায়ী ও শ্রমিকরা।

বক্তারা নতুন রাজনৈতিক চিন্তাধারার প্রয়োজনীয়তা ও এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় আলোচকরা এনসিপির লক্ষ্য ও নীতিমালার মাধ্যমে প্রবাসী ও দেশের তরুণ সমাজকে কীভাবে ইতিবাচকভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। প্রবাসীদের পাসপোর্ট সহযোগিতা করণ এবং ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা চালু ও টিকিটের দাম কমানোর তাগিদ দেন তারা।

এসএসএইচ