বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে কানাডার কুইবেকে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুইবেক প্রভিন্স বিএনপির উদ্যোগে গতকাল (৪ জুন) জুলিয়েট শহরে এ অনুষ্ঠান হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুইবেক প্রভিন্স বিএনপির সভাপতি আবদুল মান্নান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী। তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

ফয়সল আহমেদ বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের এক নির্ভীক সৈনিক। তিনি স্বাধীনতা-উত্তর সংকটের সময়ে দেশকে নেতৃত্ব দিয়ে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এক সাহসী রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতার পরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তার আদর্শ ও আত্মত্যাগ প্রবাসীদের মধ্যেও জাগরণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুইবেক প্রভিন্স বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক সাহসী, দূরদর্শী ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক। তিনি শুধু একটি রাজনৈতিক দলই প্রতিষ্ঠা করেননি, বরং একটি আদর্শ—‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠা করে দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক মুক্তি ও জাতীয় আত্মপরিচয়ের পথে এগিয়ে নিয়েছেন। আজকে আমরা প্রবাসে থেকেও তার সেই দেশপ্রেম, নেতৃত্ব ও আদর্শকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কানাডা পূর্ব বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান হাওলাদার ফারুক, কুইবেক বিএনপির সহ-সভাপতি উল্যাহ মোহাম্মদ নওশাদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ শোয়েব, আবদুল ওয়াদুদ রোকন, কোষাধ্যক্ষ আবদুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক জুলকার নাইম নজরুল এবং উদীয়মান যুবনেতা আবদুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠানটি কুইবেক বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার নতুন প্রেরণা জোগায় বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।

এমএ