লন্ডনে ড. ইউনূসের সমর্থনে বিশাল জাতীয় পতাকা প্রদর্শনী
যুক্তরাজ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে বিশাল জাতীয় পতাকা প্রদর্শন করেছেন ব্রিটিশ বাংলাদেশিরা।
তারা বলছেন, বাংলাদেশের সংস্কারের জন্য বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার সঙ্গে তারা পুরোপুরি একমত। এই সংস্কারগুলো সম্পন্ন না করে যাতে কোনো নির্বাচন না দেওয়া হয়, সেজন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের আলতাব আলী পার্কে এই জনসমাগম অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার বাংলাদেশি অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, সাবেক স্বৈরাচারী হাসিনা সরকার যেসব অন্যায় ও অপরাধ করেছে তার বিচার সম্পন্ন করা হোক।
এ ছাড়া প্রবাসীদের ভোটাধিকারসহ সব ধরনের সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
এমজে