সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যু হয়েছে চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ নাইয়ুম উদ্দীনের (৩৫) নামের এক প্রবাসীর। গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে রাস আল খাইমার সোহান এলাকায় স্থানীয় এক আরব মালিকের বাগানে নিজ কক্ষে তার মৃত্যু হয়।

১৯ বছর আগে পরিবারের সুখের আশায় প্রায় আমিরাতে পাড়ি জমান নাইয়ুম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের সৈয়দ ছদর উদ্দীন খলিফার বাড়ির বাসিন্দা। বাবা মোহাম্মদ ইদ্রিস ও মা নুর বানুর পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

নাইয়ুম উদ্দীন বাগানের কর্মী ছিলেন। স্বাভাবিক নিয়মে সকালে কাজে না এলে মালিক ফোন দেন। ফোনে সাড়া না পেয়ে সরাসরি গিয়ে দেখেন নাইয়ুম বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশ ও মেডিকেল টিম এসে নিশ্চিত করে যে ১০–১২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

নাইয়ুম উদ্দীনের চাচাতো ভাই এস. এম. জাহেদুল ইসলাম জানান, মৃত্যুর আগের রাতে বাংলাদেশ সময় রাত ১০টা ৮ মিনিটে তাদের ভিডিও কলে কথা হয়েছিল। তখন নাইয়ুম শরীর খারাপের কথা বলে ফোনটি রেখে দেন। ভিডিও কলে তাকে অস্বস্তিকর অবস্থায়ও দেখা যাচ্ছিল বলে জানান জাহেদুল।

নাইয়ুমের দুই সন্তান রয়েছে—এক ছেলে (৪ বছর) ও এক মেয়ে (৮ বছর)।

চাচাতো ভাই আরও জানান, নাইয়ুম দেশে একটি ঘর নির্মাণ শুরু করেছিলেন। পিলার ও ছাদের কাজ ইতোমধ্যে শেষ করেছেন। ঘরের বাকি কাজ শেষ করে দুই বছরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু সব পরিকল্পনা এক নিমিষে থেমে গেল।

এআইএস